
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী বিসমিল্লাহ মাইক্রো পাকিং এর উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মাইক্রো পাকিং প্রাঙ্গণে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ বিসমিল্লাহ মাইক্রো পাকিংয়ের সভাপতি আশরাফুল আলম এরশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও মোস্তাফিজুর রহমান সাজু , দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম শাহালী খান , মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম , শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী , ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম , উপজেলা যুবলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সরদার আব্দুল হাই , সহ সভাপতি নজরুল ইসলাম এবং শহর ও ইউনিয়নের আবু সাঈদ , আব্দুল মান্নান , নুরনবী দেওয়ান, সাইফুল ইসলাম প্রমূখ।