জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী বিসমিল্লাহ মাইক্রো পাকিং এর উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মাইক্রো পাকিং প্রাঙ্গণে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ বিসমিল্লাহ মাইক্রো পাকিংয়ের সভাপতি আশরাফুল আলম এরশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও মোস্তাফিজুর রহমান সাজু , দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম শাহালী খান , মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম , শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী , ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম , উপজেলা যুবলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সরদার আব্দুল হাই , সহ সভাপতি নজরুল ইসলাম এবং শহর ও ইউনিয়নের আবু সাঈদ , আব্দুল মান্নান , নুরনবী দেওয়ান, সাইফুল ইসলাম প্রমূখ।