
আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
আজ ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, বেড়া উপজেলা পরিষদে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে সকাল ১১:৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়। সভায় এলাকার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমস্যাগুলো চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন মোঃ আব্দুল হান্নান, সভাপতি, বেড়া প্রেসক্লাব; বেড়া সরকারি কলেজের প্রতিনিধি; উপজেলা খাদ্য নিয়ন্ত্রক; বেড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ; এবং বেড়া মডেল থানা ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
বক্তব্যে বেড়া প্রেসক্লাবের সভাপতি, মোঃ আব্দুল হান্নান বেশ কিছু গঠনমূলক প্রস্তাব উত্থাপন করেন, যার মধ্যে অন্যতম ছিল এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তা এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এছাড়া তিনি মাদকাসক্তি রোধে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।
বেড়া মডেল থানা ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বক্তব্যে জানান, ৫ আগস্টের ঘটনাপ্রবাহের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। থানার কর্মকর্তারা বুদ্ধিমত্তা ও ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিরলসভাবে কাজ করছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। তারা আরও জানান, থানার অধীনস্থ এলাকাগুলিতে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীরা প্রেমের টানে ঘর ছেড়ে চলে যাচ্ছে। এই বিষয়টি শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সকল অভিভাবক ও শিক্ষকদেরকে তাদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান, যাতে তারা এই ধরনের ভুল সিদ্ধান্ত না নেয়। এছাড়া তিনি বেড়া উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত ছিনতাই ও চুরির ঘটনার বিষয়ে বলেন যে, ইতিমধ্যেই ঘুড়ি এলাকায় সংঘটিত ছিনতাইয়ের মালামাল উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত চলছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আলোচিত ২০ বস্তা ন্যায্য মূল্যের চাউল জব্দ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের জন্য ব্যাপক অনুসন্ধান কার্যক্রম চলছে। তিনি বলেন, জনগণের সহায়তায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।
সভাপতি জনাব মোর্শেদুল ইসলাম তার সমাপনী বক্তব্যে কিশোর গ্যাং সমস্যার প্রতি গুরুত্বারোপ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন যাতে করে উপজেলা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়াও তিনি মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় যুবকদের জন্য গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরির পরামর্শ দেন।
সভায় উপস্থিত সকলে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।