
মো: সৈয়দ আলম। উপজেলা সংবাদদাতা।
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া চেয়ারম্যান মোহাং নুরুল হোছাইন ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩২ মেট্রিকটন চাউল, ৮ মেট্রিকটন গম কোন রকম কাজ না করে আত্মসাৎ করে ফেলেছে। চলতি অর্থ বছরের জুন মাসে জমা দিয়েছে ভূয়া মাষ্টার রোল।
সরজমিনে এ তথ্যচিত্র পাওয়া যায় যে চারটি প্রকল্পে ৪০ মেঃটঃ বরাদ্দ নিন্মে প্রকল্পের নাম যথাক্রমে-
প্রকল্প চেয়ারম্যান এর নামঃ মোহাং নুরুল হোছাইন।
প্রকল্পের নামঃ
(১) ফাঁসিয়াখালী ইউনিয়নের দরিদ্র কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ। (২) ফাঁসিয়াখালী ইউনিয়নের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ। (৩) ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। (৪) ত্রিডেবা পাড়া হইতে রেংলে পাড়া যাতায়াতের রাস্তা সংস্কার।