
সাব্বির আকাশ স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
হবিগঞ্জ জেলার নির্বাচনী প্রচার-প্রচারণায় জমে উঠেছে মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর-পরই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা। মাধবপুর উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ (২০মে) সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে চেয়ারম্যান পদে বর্তমান মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম (আনারস), চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাবিবউল্লাহ সুচন (শালিক পাখি)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ আঃআজিজ (চশমা) ,মোঃ এরশাদ আলী (বই), সৈয়দ সামসুল আরেফিন রাজিব(তালা), আসাদুজ্জামান গেন্দু(টিয়া পাখি), মোঃসোলাইমান (টিউবওয়েল ), ধীরা নায়েক (মাইক) এবং
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃসেলিনা আক্তার (কলস মার্কা ), জাহানারা আক্তার শেলি (ফুটবল), ফাতেমা তুজ জহুরা রিনা(পদ্মফুল), আছমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন), মার্কা পেয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।
নির্বাচনী আচরন বিধি মেনে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে।গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা গেছে প্রার্থীদের। পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে মাধবপুর পৌর এলাকা সহ গ্রামীন জনপদ। ইতি মধ্যে ভোটের আমেজ শুরু হয়েছে ভোটারদের মনে। এখনও পর্যন্ত তেমন কোন নির্বাচনী প্রচারণায় অপ্রীতিকর ঘঠনা গঠেনি। স্থানীয় সকল ভোটারদের দাবি একটি সুষ্ঠু,অবাধ,সুন্দর ও। নিরপেক্ষ ভোট।
উল্লেখ্য মাধবপুরে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৭৬৫জন। পুরুষ ১লাখ ৩৯ হাজার ৫৩৮ জন ও মহিলা ১লাখ ৩৩ হাজার ২২৬ জন।