
নেত্রকোণা প্রতিনিধি :
কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন মোসা. রুনা আক্তার।
বিজয়ী হওয়ার পর তার নিকটতমতম প্রতিদ্বন্দ্বী কুমকুম নকরেকের বাড়িতে মিষ্টি নিয়ে যান সৌজন্য সাক্ষাৎ করতে। এ সময় সৌজন্য সাক্ষাৎ করে কুমকুম নকরেক কে মিষ্টিমুখ করান রুনা আক্তার।
উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের দক্ষিণ তারানগর শিবপুর গ্রামে কুমকুম নকরেকের বাড়িতে গিয়ে মোসা. রুনা আক্তার সৌজন্য সাক্ষাত এবং কুশল বিনিময় করেন।
উল্লেখ্য গত ৮ মে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে কলস প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রুনা আক্তার ৩৫ হাজার ৭শত ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে কুমকুম নকরেক পান ২৭ হাজার ৮শত ৪৪ ভোট।