
খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানাধীন কপিলমুনি বাজার থেকে গত ৬ এপ্রিল শনিবার দুপুর আনুমানিক ১২টার সময় অজ্ঞান পার্টির হোতা মোঃ সবুজ সরদার (৪১) নামের একজনকে আটক করছে কপিলমুনি ফাঁড়ির পুলিশ।এ সময় আটকৃত আসামীর নিকট থেকে নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।পাইকগাছা থানার এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানা যায়,কয়রা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসে সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীপুর গ্রামের মোঃ ইসরাফিল হোসেন তার চাচাতো ভাই ও ভাতিজাকে নিয়ে মোটরসাইকেল কেনার জন্য চুকনগরের উদ্দেশ্যে রওনা হলে পাশের সিটে বসা অজ্ঞান পার্টির হোতা সবুজ বিস্কুটের মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে কৌশলে ইসরাফিলকে খাওয়ালে তিনি অচেতন হয়ে পড়ে।তখন তার প্যান্টের পকেটে থাকা নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয়।ভিকটিমের সাথে থাকা আত্মীয়রা বিষয়টি কপিলমুনি পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পুলিশ পরিদর্শক সঞ্জয় দত্তের নেতৃত্বে কপিলমুনি বাজারে ঐ দিনই দুপুর ১২টার সময় বাসে অভিযান চালিয়ে হাতিয়ে নেয়া টাকাসহ উক্ত আসামী সবুজকে আটক সক্ষম হয়।আটকৃত আসামী মোঃ সবুজ সরদার সাতক্ষীরার পাটকেলঘাটা খলিশখালি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার। তার বিরুদ্ধে অজ্ঞান করে টাকা হাতিয়ে নেয়ার একাধিক মামলা রয়েছে।আসামীর বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা রজু করা হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।