
পঞ্চগড় প্রতিনিধি :
বাংলাদেশ অনুর্ধ ১৬ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ন গোল রক্ষক ইয়ারজান বেগমকে সংবধর্না দিয়েছে টুটু ফুটবল একাডেমী।
আজ শনিবার (৩০ মার্চ) সকালে ইয়ারজানের ফুটবলের হাতেখড়ির প্রতিষ্ঠান টুকু ফুটবল একাডেমী এ সংবর্ধনার আয়োজন করে।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ইয়ারজানের কোচ টুকুকেও বরণ করে নেন তারা।
সাফ চ্যাম্পিয়ন গোল রক্ষক ইয়ারজান বেগম বলেন, প্রত্যন্ত এলাকা থেকে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখা অনেক আনন্দের। নারী ফুটবলের অগ্রযাত্রায় টুটু ফুটবল একাডেমি অনন্য অবদান রাখছেন। যার হাত ধরে আজকের ইয়ারজানের সৃষ্টি।