
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিজয়ী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই উৎসবের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাংগাইল জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
বিজয় উৎসবের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শ্যামল হোড়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মনিরুল হক ভিপি মনির, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ফেডারেশন এর সভাপতি কাজী শফিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন,মোমিনুল হক লাভলু প্রমুখ।




