
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
আন্তর্জাতিক সাংস্কৃতিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকী ‘আইপা (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার) অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করেছেন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় জমকালো আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আইপা অ্যাওয়ার্ড’ ও ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনার, কালচার ও লিডারশিপ সামিটে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইভেন্ট অর্গানাইজার রুহিত সুমন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন—
ডা. সাকিবা নোভা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম মো. কামরুল ইসলাম, সংগঠক শফিকুল ইসলাম রাহী, ব্যবসায়ী আব্দুল নূর, আইরিন হক, ফেরদৌস খান, উদ্যোক্তা জেসমিন আক্তার, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক এবং বাংলা টিভির পরিচালক মীর সামস সান্তনু প্রমুখ।
অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ছিলেন চিত্রনায়ক ডিএ তায়েব, ইসমাইল হোসেন রকী, তামান্না হক, জাহিন আক্তার, শাহরিয়ার কবির শোভন, বেল্লা হোসেন, তাসনুভা খান, রুবেনা রুবি, কোরিওগ্রাফার গৌতম সাহা, সাংবাদিক গাজী আনিস, যাদুশিল্পী রাশেদ সিকদার, চিত্রনায়িকা কুসুম সিকদার, অভিনেত্রী দীপা খন্দকার, সজল, নীরব, সংগীতশিল্পী ইকবাল বিন আনোয়ার ডন, ক্রিকেটার আকবর আলীসহ বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, “ব্যবসা, সংস্কৃতি, গণমাধ্যম, সমাজসেবা ও বিভিন্ন পেশায় অবদান রাখা মেধাবী ও সৃজনশীল মানুষদের সম্মানিত করতেই আমাদের এ আয়োজন।”
চলচ্চিত্র, নাটক, সংগীত, ফ্যাশন, ক্রীড়া, চিকিৎসা, উদ্যোগ, সমাজসেবা, শিক্ষা, রন্ধনসহ বিভিন্ন সেক্টরের কৃতীদের হাতে এ বছর ‘আইপা অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।




