
সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
তারুণ্যের উৎসব উপলক্ষে ” গ্রাহক সেবা পক্ষ” উদযাপনের নিমিত্তে বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইলের ভূঞাপুর শাখায় সরেজমিনে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সারাদিন ব্যাপী এই ঋণ বিতরণ ও আদায় করা হয়। এসময় ৬৮ জন গ্রাহককে মোট ২ কোটি ৬ লক্ষ টাকার ঋণ বিতরণ ও গ্রাহকদের নিকট থেকে ১ কোটি ৭৫ লক্ষ টাকা ঋণ আদায় করা হয়।
ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল (উত্তর) এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের উপ-পরিচালক শফিউল আলম, ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ খাইরুজ্জামান ভূঁইয়া প্রমুখ। এসময় ভূঞাপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা, সাংবাদিক, বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষি ব্যাংক ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায় বলেন- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক শস্য, মৎস্য, প্রাণীসম্পদ, গাভীপালন, কৃষি যন্ত্রপাতি ক্রয়, শস্য গুদামজাত ও বাজারজাতকরণ, দারিদ্র বিমোচন, কৃষি ভিত্তিক, শিল্প প্রকল্প ও চলমান ঋণ এবং এসএমই খাতে ঋণ বিতরণ করে থাকে। তিনি আরও বলেন- কোন প্রকার ভোগান্তি ছাড়াই ঋণ গ্রহীতা অতি সহজেই ঋণ পেয়ে থাকেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ বলেন- কৃষি ব্যাংক সব সময় কোন প্রকার ভোগান্তি ছাড়াই গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। এই ব্যাংক সর্বস্তরের জনগণের কাছে দ্রুত, আধুনিক ও মানবিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অঞ্চলের গ্রাহকদের জন্যও সরেজমিনে এই ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ১০০% সরকারি প্রতিষ্ঠান। আর এখানে আপনাদের টাকাও ১০০% নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ।




