
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। এরই অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ডে এনায়েতপুর এলাকায় ঠাকুর বাড়ি মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলতাব হোসেন আলাল। প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, দেশ আজ অন্ধকারে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই অবস্থার পরিবর্তন আনতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে এবং দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব কে. এম. তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম. এ. বাতেন, শহর বিএনপির সহ সভাপতি শফিকুজ্জামান পিনু, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন চৌধুরী, টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুন খান, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মজনু মিয়া, শাপলা ইউনিভার্সেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: আমির হোসেন বাবু, এ এম জাহাঙ্গীর হোসেন, মোঃ মমিনুর রহমান সিদ্দিকী কামাল প্রমুখ। বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, “এই সরকারের দুঃশাসন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং দুর্নীতিতে মানুষ আজ দিশেহারা। সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হালিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ সরোয়ার, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলিম আকন্দ, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা হিমেল খান, ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা মোঃ শহর আলী, যুবদল নেতা আবু সাঈদ সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। তারা একযোগে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।