
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জুনাইল গ্রামের তিন বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে ভারতের লখনৌ সেন্ট্রাল জেলে আটক রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে চার বছর ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন মাদারগঞ্জের তিন কিশোর। ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে তাদের রাখা হয়েছে বলে দাবি করছে তাদের পরিবার। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের পরও তাদের ফেরত না পাওয়ায় এখন হতাশায় দিন পার করছে তাদের পরিবার। ভারতের কারাগারে বন্দী থাকা ওই তিন কিশোর হলেন মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পক্ষীমারি এলাকার মোঃ সোনা মন্ডলের ছেলে মেহেদি (১৯), মোঃ জয়নাল মিয়ার ছেলে মমিন (১৮) ও মোঃ রেজাউল করিমের ছেলে শাওন (১৬)। দীর্ঘদিন ধরে তারা কারাভোগ করলেও এখনো মুক্তি কিংবা আইনি সহায়তার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। পরিবারগুলোর পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করেও কার্যকর দিকনির্দেশনা পাওয়া যায়নি।
এ অবস্থায় ভুক্তভোগী পরিবারগুলো মানবাধিকার সংগঠন, আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দেশের নাগরিক হিসেবে তিন যুবকের মুক্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এলাকাবাসী জানান, এ তিন পরিবার দিনদিন অসহায় হয়ে পড়ছে। বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিক আটক থাকা কেবল ওই পরিবার নয়, বরং জাতির জন্যও বেদনাদায়ক ঘটনা। পরিবারগুলোর আহ্বান— বাংলাদেশ যেন মেহেদি, মমিন ও শাওনকে ভুলে না যায়।