
আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা যুব বিভাগ। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার ধুনট মোড় থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড সাউদিয়া হোটেলের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের আমির ও দলীয় মনোনীত এমপি প্রার্থী দবিবুর রহমান, সিনিয়র নায়েবে আমির নাজমুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিদ নাসিম, শাহিন আলম, ইফতেখার আলম, আমিনুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রায় তিন হাজার নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন।