
মোঃ আয়নাল হক রৌমারী( কুড়িগ্রাম)সংবাদদাতা:
কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী হাতিবান্ধা রংপুর ৯৯ ব্যাচের আয়োজনে ব্রম্মপুত্র নদে জেগে ওঠা চরে জমকালো পিকনিক পার্টি অনুষ্ঠিত হয়েছে। শতাধিক বন্ধু ও সহপাঠীর অংশগ্রহণে শুক্রবার (১১/০৭/২০২৫ ) দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।
পিকনিকের মূল আয়োজনে ছিলেন ব্যাচের সদস্য ময়নুল, তৌফিক, পাপ্পু, মিজান, রুহুল বিশ্বাস ও বিউটি, মৌসুমীসহ আরও অনেকে। বন্ধুদের নিয়ে নৌকাযোগে ব্রম্মপুত্র নদ পাড়ি দিয়ে তারা দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিলিত হন এবং পিকনিকের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মূলত ৯৯ ব্যাচের উদ্যোগে বৃহত্তর রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার বন্ধুদের একত্র করে এই আয়োজন করা হয়। অনেকেই শহুরে জীবনের যানজট ও কোলাহলমুখর পরিবেশ থেকে মুক্ত হয়ে এই প্রাকৃতিক দৃশ্যপট, নদ-নদী, চর, কাশবন ও শস্য-শ্যামল মাঠের মধ্য দিয়ে প্রকৃতির সান্নিধ্যে এসে মুগ্ধ হন।
সারিবদ্ধভাবে বসে দুপুরের খাবার খাওয়া, হাস্যরস, গল্প ও আড্ডা—সব মিলিয়ে তৈরি হয় এক নতুন প্রাণবন্ত পরিবেশ। বেঞ্জো আর তবলার তালে আব্বাসউদ্দিনের ভাওয়াইয়া গান, ‘হাকাও গাড়ি চিলমারী সেকি’—এসব গান পরিবেশনায় উপস্থিত সবাই যেন হারিয়ে যান আনন্দ-উচ্ছ্বাসে।
এই পিকনিক ছিল শুধুই একটি আনন্দঘন ভ্রমণ নয়, বরং দীর্ঘদিন পরে প্রিয় মুখগুলোর মিলনমেলা এবং শৈশব স্মৃতিকে নতুন করে ছুঁয়ে দেখার এক আনন্দ উল্লাসে মুখরিত।