
মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীর স্থলবন্দর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার স্থলবন্দর সীমান্ত এলাকায় জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন এর আয়োজনে এই সৌজন্য সাক্ষাৎকার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভায় বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসি এবং তার নেতৃত্বাধীন ৪০ জন অফিসার। অপরদিকে ভারতের বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-ডিআইজি ধূবড়ী আনুতোষশর্মা, ভারতের ব্যাটালিয়ন কমান্ডেন্ট ১৮৩ বিএসএফ প্রেমপাল সিংসহ ১৪ জন অফিসার।
দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধি, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, মাদক ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ , সীমান্ত হত্যাকান্ড প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনা শেষে উভয় বাহিনীর পক্ষ থেকে একে অপরের প্রতি উপহার সামগ্রী আদান প্রদান করার মাধ্যমে বৈঠক আলোচনা সভা শেষ হয়।