
মো: সৈয়দ আলম। উপজেলা সংবাদদাতা।
বান্দরবানের আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের তাঁরাবুনিয়া সড়ক রাস্তার পাসে বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে কাজ সম্পন্ন করার চেষ্টা দুর্ঘটনার শঙ্কা।
অন্যদিকে চকরিয়া থেকে আলীকদম সড়কের পাসে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়নের লক্ষ্যে গাইড ওয়াল নির্মাণ কাজ করা হচ্ছে। কাজ চলাকালীন একদিকে যেমন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছেন পথচারীরা, অন্যদিকে দুর্ঘটনার ভয়ে এবং আতঙ্কে রয়েছে যানবাহন চালকরা সার্বক্ষণিক।
স্থানীয়রা জানান অনেক অভিযোগ দেওয়ার পরেও বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করার কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঠিকাদার । এমতাবস্থায় সাধারণ দিন মুজুর শ্রমিকদের নিয়ে কাজ পরিচালনা করেছেন ঠিকাদারদের কর্তৃপক্ষ ।
তাই অতি দ্রুত আলীকদম উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি মরণ ফাঁদ থেকে যেন সাধারণ শ্রমিকদের জীবন রক্ষা পায় এবং সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারী দিকে তাকিয়ে জরুরী ভিত্তিতে এই ঠিকাদারদের বিরুদ্ধে যথাযথ ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।