
আসাম( ভারত) প্রতিনিধিঃ
শিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে হাতির হামলার মুখে পুণ্যার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি ) শেষ রাতে জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় ভয়াবহ এই ঘটনা ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলায়। হাতির হামলায় মৃত্যু হয়েছে ৩ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে প্রকাশ, শিবরাত্রি উপলক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি ) রাত ২টা৩০ মিনিটে ৩০ জন পূণ্যার্থীর একটি দল তালাকোনা মন্দিরে যাচ্ছিলেন। জঙ্গলে রাস্তা ধরে যাওয়ার সময় একটি হাতির দলের মুখোমুখি হন পুণ্যার্থীরা। রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তায় হাতির উপস্থিতি টের না পাওয়ায় একবারে মুখোমুখি পড়ে যান তাঁরা। হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। পাশাপাশি আরও ৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ২ জন বিপদমুক্ত। বাকিরা কোনও মতে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। আহতদের চিকিৎসার যাতে কোনও ক্রটি না হয় তার জন্য বনদপ্তরকে পুরো দায়িত্ব নিতে বলা হয়েছে। পাশাপাশি হাতির হামলায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন তিনি। এছাড়া ওয়াই কোটা থেকে গুন্ডালাপনা যাওয়ার ওই জঙ্গল ঘেরা রাস্তায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনদপ্তরকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।