
বরিশাল প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা গ্রামের মেঘনা নদীর তীরে জুয়াড়ীদের ধরতে অভিযান চালায় হিজলা থানা পুলিশ। গতকাল (২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১১টার সময়ে থানা পুলিশের এই অভিযানে জুয়াড়িদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলায় এক পুলিশ সদস্যর মাথা ফেটে গেছে। হাত ভেঙে গেছে ২জনের। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ৩ পুলিশ সদস্য হচ্ছে এএসআই আব্বাস, কনস্টেবল আ: রহমান ও কনস্টেবল তাইজুল। এবিষয়ে
বড়জালিয়া ইউপির ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল রাঢ়ী বলেন, নদীর পাড়ে টাকার বিনিময় জুয়া খেলতেছিল একদল জুয়াড়ী। পুলিশ তাদের ধরতে গেলে উল্টা পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীদের একটি দল।
জুয়াড়িরা মেঘনার কিনারায় তাস দিয়ে জুয়া খেলতেছিল।
সরেজমিনে গিয়ে যানা যায় হামলায় জড়িত হচ্ছে স্থানীয় জসিম সরদার, মো: আলী, হাবিবুল্লাহ রাঢ়ী পাভেল, সায়েদ, বশির, মাইদুল সহ ১০ থেকে ১২জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হামলার শিকার পুলিশ সদস্যরা স্থানীয় তপন এর ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের একজনের মাথা ফাটছে। অপর একজনের হাত ভাঙছে। ওই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এব্যপারে হিজলা থানার ওসি (তদন্ত) দীপঙ্কর কুমার রায় এ তথ্য স্বীকার করে বলেন, মঙ্গলবার দুপুরে ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে জুয়াড়ীদের পাকড়াও করে পুলিশ। একপর্যায়ে জুয়াড়ীরা পুলিশ সদস্যদের উপর হামলা চলায়। সন্ত্রাসীরা ধরধর করে লাঠিসোটা দিয়ে পুলিশ সদস্যদের এলোপাথারী পেটায়।
তিনি আরো বলেন,হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।