
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন একযোগে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ৫ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড' এই প্রকল্পটি পরিচালনায় জেলার "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ৫ম ব্যাচের ভর্তি পরীক্ষা মোট ২৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হাছিনুর রহমান তালুকদার।
এ সময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম এবং সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো: জুয়েল রানা উপস্থিত ছিলেন।
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং ও প্রশিক্ষক অমিত মন্ডল, প্রশিক্ষক ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার মাহবুবুর রহমান সহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর প্রতিনিধিবৃন্দ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা জানান, টাঙ্গাইলসহ দেশের মোট ৪৮টি জেলায একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ৫ম ব্যাচের ভর্তি পরীক্ষা দুই ধাপে মোট ২৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার ২০ ডিসেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পর লিখিত পরিক্ষাসহ চুড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ২০২৫ সাল থেকে দেশের ৪৮ জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।