
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইল বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে যুক্ত হয় এক কলঙ্কজনক অধ্যায়। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পরাজয় নিশ্চিত জেনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। স্বাধীনতা লাভের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যেই এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




