
কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। ১৪ ডিসেম্বর (রোববার) উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জনাব আলাউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রৌমারী, সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, মোহাম্মদ কাওসার আলী রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাগণ সাংবাদিক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন, প্রভাষক আকতার হোসেন। অনুষ্ঠানটি আয়োজনে রৌমারী উপজেলা প্রশাসন।
শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে দিনটি কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। এদিন জাতি মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।