
জামালপুরের মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ,বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন,মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমূখ। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন মাদারগঞ্জ উপজেলা কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদের মুহতামিম শাহাদাত হোসেন।
এ সময় এসিল্যান্ড রাসেল দিও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।