
সাজেদুল ইসলাম , ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
নো কার্ড, নো ড্রাইভ’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৫ এর চতুর্থ ও শেষ ধাপ সম্পন্ন করা হয়েছে।
ভূঞাপুর পৌর প্রশাসকের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টা হতে দিন ব্যাপি দুই শতাধিক অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকগণ এ প্রশিক্ষণে অংশ নেন।
এসময় চালকদের মাঝে ড্রাইভিং কার্ড বিতরণ করা হয়। এতে প্রধান অতিথ হিসেবে উপস্থত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ রাজিব হোসেন।
এতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হৃদয়।এসময় ট্রাফিক আইন মেনে চালকদের অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালানোর অনুরোধ করা হয়।
এর আগে বিভিন্ন ধাপে প্রায় ৬ শতাধিক অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রশিক্ষণ ও ড্রাইভিং কার্ড বিতরণ করা হয়েছে।




