
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীরা কাফনের কাপড় পরে মিছিলে অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা আয়োজন করেন।
মিছেল ও পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল ও সহ-সভাপতি মামুন সরকার। তারা বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫সহ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করেছে। নেতারা এটিকে পরিকল্পিত চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, সদরের জন্ম- এমন কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা ত্যাগী তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সদরবাসির ইতিহাস বিনষ্টের সমতুল্য। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালকে মনোনয়ন না দেয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ নেতাকর্মীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।
মিছিল ও পথসভায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সিন্ডিকেটপ্রাপ্ত মনোনয়ন বাতিল করে এড. ফারহাদ ইকবালকে মনোনয়ন প্রদানের দাবি জানান।




