
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের মধুপুরে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় এক শত সাতাশ কেজি গাঁজা।
তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প। মঙ্গলবার ভোররাতে মধুপুর উপজেলার অরুণখোলা ও ভুটিয়া এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, অভিযানের সময় ভুটিয়া এলাকার মোস্তাফিজুর রহমান ওরফে নজরুল ইসলামের নিজ বাড়ি থেকে একটি ট্রাংকে লুকানো অবস্থায় ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম তার সহযোগীর তথ্য দিলে র্যাব সদস্যরা অপর একটি বাড়িতে অভিযান চালায়। তবে আগে থেকেই তথ্য পেয়ে পালিয়ে যায় অপর দুই মাদক কারবারী। তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা।
সব মিলিয়ে অভিযানে প্রায় ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ লক্ষ ১৬ হাজার টাকা।
“মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে র্যাব।”
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা গাঁজা মধুপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।




