
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.
মানিকগঞ্জে হেফাজতে ইসলাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো “শানে তাওহীদ মহা সম্মেলন”— যেখানে ধর্মীয় অনুভূতি ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ৫ দফা দাবি তুলে ধরেন আলেম-ওলামারা।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মহাসমাবেশে হাজারো মুসল্লির ঢল নামে। পুরো মাঠ “তাওহীদ রক্ষার” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সম্মেলনের প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ বলেন, “তাওহীদ, আকীদা ও ধর্মীয় পবিত্রতার বিরুদ্ধে কোনো ধরনের অবমাননা মুসলিম সমাজ কখনও মেনে নেবে না। যারা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের অনুভূতিতে আঘাত হানে— তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর ভূমিকা নিতে হবে।”
সমাবেশের সভাপতি ও হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা আমীর মুফতি শাহ মোহাম্মদ সাঈদ নূর (দাঃবাঃ) বলেন, “আমরা অশান্তি চাই না, প্রতিশোধও চাই না। আমরা চাই ন্যায়বিচার। ধর্মীয় অনুভূতি বিধ্বংসী কর্মকাণ্ড ঠেকাতে আইনকে আরও কার্যকর করতে হবে।”
আলেমরা তাদের ৫ দফা দাবির মধ্যে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি ধর্মীয় পবিত্রতা রক্ষায় চারটি অতিরিক্ত প্রস্তাবনা দেন, যা অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর কথা জানান।
সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলার শীর্ষ আলেম-ওলামা, হাফেজ, উলামায়ে কেরাম এবং স্বতঃস্ফূর্তভাবে আগত হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দেশব্যাপী ঐক্য, শান্তিপূর্ণ দাবি আদায় এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, তাওহীদ ও ইসলামের মর্যাদা রক্ষায় এ ধরনের আয়োজনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
শেষে দেশ, জাতি, শান্তি ও ঐক্যের জন্য বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।




