
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিমের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে বিনামূল্যে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আয়নাল, মহিলা দল নেত্রী নাসরিন আজাদ, আবিদা আক্তার অপু, হাওয়া বেগম, আশা আক্তার ও কোহিনুর বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা।




