
স্টাফ রিপোর্টার ঢাকা
ঢাকার ধামরাইয়ে পুনরায় উদ্বোধন করা হয়েছে গণপাঠাগার (ধামরাই পাবলিক লাইব্রেরি)।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের গণ পাঠাগারটি উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন হাসান অনীক এ পাঠাগার উদ্বোধন করেন।
ধামরাই গণপাঠাগারের সংশ্লিষ্টরা জানান, ১৯৯৬ সালে প্রথমবারের মতো ধামরাই গণপাঠাগার যাত্রা শুরু করে। তবে এর কিছু দিনের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পড়ে থাকায় পাঠাগার বইশূন্য হয়ে পড়ে। অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।
সম্প্রতি ইউএনও’র উদ্যোগে ধামরাই গণপাঠাগারটি সংস্কার করে নতুন করে বই আনা হয়।
বিকেলে উদ্বোধনের পরে উপজেলা মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও ও ধামরাই গণপাঠাগারের সভাপতি মো. মামনুন হাসান অনীকের সভাপতিত্বে সঞ্চালনা করেন পাঠাগারের কমিটির সদস্য নাহিদ মিয়া। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির।
এতে আরও বক্তব্য দেন ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সরকারী সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, সাবেক সরকারি কর্মকর্তা খোদেজা খানম, এনজিও এসডিআই এর প্রধান শামসুল ইসলাম, বেস্ট ডান ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম মুকুল, স্থানীয় সাংবাদিক, একটিভিস্টসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
ইউএনও মামনুন হাসান অনীক বলেন, ১৯৯৬ সালে পাঠাগারটি চালু হয়েছিল। এবার এটির পুনর্যাত্রা শুরু হলো। ধামরাইয়ের সব শ্রেণির মানুষ পাঠাগারটি সচল রাখতে ভূমিকা রাখবেন সেটিই প্রত্যাশা রাখি।




