
ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযানের সময় অবৈধ ইটভাটা ‘মাহি ব্রিকস’ ভাঙার দৃশ্য দেখে মালিক সোলায়মান হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লী এলাকায় এ ঘটনা ঘটে। সোলায়মান কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবেশ অধিদপ্তর মাহি ব্রিকসে অভিযান চালিয়ে ভাটা ভাঙ্গতে শুরু করলে সোলায়মান বাধা দেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হলে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মোঃ আলমগীর হোসেন নামের এক ব্যক্তি বলেন, “পরিবেশ অধিদপ্তরের অভিযানের সময় সোলায়মান গিয়ে বাধা দেন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে তিনি হার্ট অ্যাটাক করেন।”
সোলায়মানের শালক মোঃ বাবুল জানান, ভাটা ভাঙ্গার খবর পেয়ে সোলায়মান সেখানে গিয়ে প্রতিবাদ জানান। প্রশাসনের লোকজন তাকে সরিয়ে দিতে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
অভিযানে নেতৃত্বাধীন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম বলেন, “অভিযানের সময় সোলায়মান বাধা প্রদান করেন। এরপর আমাদের লোকজন তাকে সরিয়ে দেয়।”এই অভিযানে দুইটি ইট ভাটা ও একটি টায়ার গালানোর কারখানা ভেঙ্গে দেয় এবং ৫টি ইট ভাটাকে ৩ লাখ করে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করেন ।