
আয়নাল হক রৌমারী( কুড়িগ্রাম) সংবাদদাতা:
দেশীয় জাত -আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এপ্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুভ উদ্ভোদন। আজ ২৬ নভেম্বর ২০২৫ বুধবার সকাল ১০টার দিকে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে উপজেলা চত্তরে শুভ উদ্ভোদন, র্যালি ও স্টল পরিদর্শন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ কামরুজ্জামান পাইকাড়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী,বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে স্টল পরিদর্শন, গবাদিপশু, হাঁস -মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস মুরগির কৃমিনাশক বিতরণ, প্রণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনে প্রধান অতিথি বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কামরুজ্জামান পাইকার বলেন, দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নত জাতীয় প্রাণিসম্পদ, সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রৌমারী উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় দিবস টি যথাযথভাবে পালন করতে পেরে ধন্য মনে করেন।




