
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী – ২০২৫ উপলক্ষে র্যালী, উদ্বোধনী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহমেদ সভাপতিত্বে ও সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফ রব্বানী ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজরুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার নাদির শাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন, খামারী হাসনা হেনা প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল আমিন।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুস্মিতা দত্তসহ অন্যান্য কর্মকর্তা ও প্রাণি সম্পদ অফিসের স্টাফ এবং খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে সকল স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে দিন ব্যাপী ছিলো নানা ধরনের প্রদর্শনী স্টল, কৃত্রিম প্রজনন, সাইলেজ, ফুড কার্ণিভাল, ডিম, দুধ ও মাংসের বহুমুখী ব্যবহার, ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতিসমূহ, ভেটেরিনারি মেডিসিন, প্রক্রিয়াজাত দুগ্ধ পণ্য, উন্নত জাতের কবুতর, কোয়েল পাখি, উন্নত জাতের টার্কি, রাজহাঁস, মুরগি, উন্নত জাতের গাভী, দুম্বা, গাড়ল, উন্নত জাতের ষাঁড়, ঘোড়া সহ নানা ধরনের পশু পাখিসহ ২৫ টি প্রদর্শনী স্টলের মধ্যে ১ম,২য়,৩য় ক্যাটাগরীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।




