
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় মানিকগঞ্জ জেলা বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে সমাবেশ শুরু হয়।
বক্তারা অভিযোগ করেন—ইসলামবিরোধী মন্তব্য ও আচরণ বরদাশত করা হবে না। তারা আবুল সরকারের শাস্তি দাবি করার পাশাপাশি বাউল সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি ওঠে।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন।
এদিকে, কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় বাউল শিল্পী আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন।