
টাঙ্গাইল জেলা পুলিশের নভেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার অগ্রগতি, গোয়েন্দা কার্যক্রম, সাইবার ক্রাইম মনিটরিং এবং নিরাপত্তা জোরদারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন জরুরি। তিনি থানা পর্যায়ের অফিসার ইনচার্জদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে চলমান অভিযান আরও জোরদার করা এবং গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিলের নির্দেশনা দেন। পাশাপাশি বিট পুলিশিং-এর মাধ্যমে এলাকায় স্থিতিশীল আইন-শৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং সব থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।