
টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে তিনজন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
হুইল চেয়ার প্রদান করা হয়—আউলটিয়া গোলাবাড়ীর আকরাম আলী (৬৫), টাঙ্গাইল পৌরসভার মাঝি পাড়ার নাজমুল (১০) এবং জলিলের মাঝে। জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু তাদের হাতে এই হুইল চেয়ার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সোহানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাহমুদুল হক সানু বলেন, “সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে প্রতিটি গ্রামের প্রতিবন্ধীদের খুঁজে বের করে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”