
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকালে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর- আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
এ সময় মাদারগঞ্জ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জামালপুর- ৩ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল এর নেতৃত্বে বিশাল মিছিল বালিজুড়ী বাজার প্রদক্ষীন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।