
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত এলাকা হতে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ গরু আটক। ৭ নভেম্বর (২০২৫ শুক্রবার) এস আই পি সদস্য এর সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে আনুমানিক সময়ঃ ভোর ০৫.০০ ঘটিকায় ভারতীয় মেইন পিলার ১০৬৭/৪ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ী নামক স্থানে হতে বিজিবি টহলদল কর্তৃক মালিক বিহীন ভারতীয় ৫ টি গরু আটক করা হয়। যাহার জি আর নং ৮৫৯২১১ ম্যাপসিট ৭৮ জি/ ১৪। ভারতীয় মাঝারী ষাঁড় গরু( লালচে কালো) ০১টি আনুমানিক মূল্য ৮০,০০০/-টাকা। ভারতীয় মাঝারী ষাঁড় গরু (লালচে সাদা) ০৪টি × ৬০,০০০ আনুমানিক মূল্য ২,৪০,০০০ টাকা।
সর্বমোট সিজার মূল্যঃ ৩,২০,০০০ টাকা।
( তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র)। জামালপুর ব্যাটালিয়ান ৩৫ বিজিবি বড়াই বাড়ী বিওপি নিয়মিত টহলরত সদস্য হিসেবে ছিলেন, ৫৩১৪৮ হাবিঃ মোঃ শহিদ উল্লাহ, ৬২৯৬৯ হাবিঃ মোঃ মিজানুর রহমান, ৬৪৪৮৪ নাঃ মোঃ ছফির উদ্দিন, ৭৯৯৬৯ নাঃ মোঃ অলিউর রহমান, ৮৫৯৩৭ ল্যাঃ নাঃ সুমন মিয়া, ১০২২৩৫ সিঃ মোঃ জহুরুল ইসলাম, ১০৩৪২০ সিঃ রুমেল চাকমা, ১১২০০৪ সিঃ মোঃ আসাদুল ইসলাম। বিজিবি বলছে, সীমান্তে অবৈধ চোরাচালান, গরু পাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।