
টাঙ্গাইলের ভূঞাপুরে "ভূঞাপুর ক্যাডেট একাডেমি" কর্তৃক আয়োজিত ভূঞাপুর ক্যাডেট শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভূঞাপুর ক্যাডেট একাডেমির উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৯৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ভূঞাপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কে এম ফরিদুজ্জামান ফরিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব ও ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক ও সাংবাদিক কোরবান আলী তালুকদার প্রমুখ। এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।