
টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল শহরস্ত মেইন রোডের পশ্চিম পাশে সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির নিজস্ব কার্যালয় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের আসন গ্রহণ, অতিথিদের ফুল দিয়ে বরণ, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, সংগঠনের আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সদর উপজেলা পরিবেশক মালিক সমিতি আয়োজিত সাধারণ সভায় অত্র সংগঠনের সভাপতি মীর শামিনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাসার উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন, সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আরফান আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা আহ্সান খান আছু, মীর মহব্বত হোসেন, মাহফুজুর রহমান মামুন, সাইমন তালুকদার রাজিব, বাবু দুলাল চন্দ্র সাহা, মো: শাহ আলমসহ সংগঠনের অন্যর নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং সকল সদস্যদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে দুই বছর মেয়াদী ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এসময় আবুল বাশার উজ্জ্বল ৬২ ভোট পেয়ে সভাপতি ও মীর শামীনুল ইসলাম শামীম ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।