
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যাগে এ সহায়তা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহবায়ক আল আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
এসময় টাঙ্গাইল সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদরে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান তুলে দেয়।