
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন এবং জনমত সৃষ্টির লক্ষ্যে মানিকগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হিজুলী কাচারী বাজার জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব মাহবুব হোসেন (মহব্বত), বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন সম্পাদক খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সানোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সহিদুর রহমান সহিদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান গেদু, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ওবায়েদ হাবিব , হিজুলি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সেলিম মিয়া, হিজুলি বাজার মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।
বক্তব্যে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়ে দেশের চলমান দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রহীন পরিবেশ থেকে মুক্তি পেতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধ সহস্র নেতাকর্মী উপস্থিত ছিলেন।