
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়ার নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার ১২টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে এমপি প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া বলেন,“জনগণের কল্যাণ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের লড়াই অব্যাহত থাকবে।”
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. বাবুল হোসেন, সেক্রেটারি মুফতি আল আমিন মাজাহীরি, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমানসহ ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ আখিনুর মিয়া ইতোমধ্যে টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী।




