
নওগাঁ জেলা প্রতিনিধি
অদ্য ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখ বুধবার সকাল ১০:০০ টায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও বেসরকারী উদ্যোক্তাদের মধ্যে পারস্পারিক বোঝাপড়া আস্থা ও অংশীদারিত্ব বৃদ্ধি এবং বিদ্যমান নীতিগত ও বাস্তব চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে এসব চ্যালেঞ্জের সমাধান খুজে বের করা।
উক্ত কর্মশালায় মোছাঃ মুর্শিদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, বেসরকারী খাতের উদ্যোক্তাগণ, সুইসকন্টাক্ট বাংলাদেশের প্রতিনিধি ও ইএসডিওর কর্মীবৃন্দ।
স্থানীয় জনপরিষেবা বেসরকারী খাতের অংশীদারিত্ব: পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার ও সেরকারী খাতের সমন্বিত উদ্যোগ বিষয়ক কর্মশালাটি পরিচালনা করেন, সাইদুজ্জামান পুলক, প্রাইভেট সেক্টর এনগেজম্যান্ট স্পেশালিস্ট, সুইসকন্টাক্ট বাংলাদেশ।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এখন শুধু একটি স্থানীয় ইস্যু নয়, এটি একটি টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্যের বিষয় আমাদের পরিবেশ রক্ষায় প্রত্যেকের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বেসরকারি খাতের অংশীদারিত্বও এখন সময়ের দাবি। যেখানে সরকার, জনগণ ও বেসরকারি খাত একসাথে কাজ করেছে, সেখানে সফলতা এসেছে দ্রুত। সম্ভবনাময় উদ্যোক্তা চিহ্নিত করে যেন পরিবেশবান্ধব ব্যবসা গড়ে তুলতে পারে, সে সহায়তা দেওয়া এখন জরুরি। এতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।




