
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা কেন্দ্রে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (২০শে অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয় এই বিতরণ কার্যক্রম। খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নিম্নআয়ের মানুষের জন্য চাল দেওয়া হয় প্রতি কেজি ১৫ টাকায়, প্রতিজন কার্ডধারী পান ৩০ কেজি করে চাল। সকাল থেকেই ভোক্তাদের উপচে পড়া ভিড় থাকলেও, পুরো কার্যক্রমটি সম্পন্ন হয় শান্তিপূর্ণ পরিবেশে।
ডিলার মোঃ সাইদুর রহমান বলেন,“সরকারের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন তালিকা ও কার্ড যাচাই করে প্রতিজনকে পূর্ণ ওজনে চাল দেওয়া হচ্ছে। আমরা চাই যেন কেউ বঞ্চিত না হয় এবং সবাই সঠিক প্রাপ্য পায়।”
চাল নিতে আসা স্থানীয় ভোক্তা রহিমা বেগম বলেন, “আগে চাল নিতে অনেক ভোগান্তি পোহাতে হতো, এখন সবকিছু নিয়ম মেনে হচ্ছে। কার্ড দেখালে সহজেই চাল পাচ্ছি।”
অন্য ভোক্তা আলমগীর হোসেন জানান,“ডিলার এবার খুব সুন্দরভাবে চাল দিচ্ছেন। ওজনে কম দিচ্ছেন না, লাইনও ভালোভাবে চলছে। সরকারের এই উদ্যোগ আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক সহায়তা।”
ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হবি বলেন, “আমরা মাঠে থেকে কার্যক্রমটি তদারকি করছি যেন কেউ বঞ্চিত না হয় বা অনিয়ম না ঘটে। সবাই সন্তুষ্ট হয়ে চাল পাচ্ছে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের শতাধিক কার্ডধারী পরিবার খাদ্য নিরাপত্তা পাচ্ছে। স্বচ্ছভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে নিম্নআয়ের মানুষের খাদ্যচাহিদা পূরণে এটি বড় ভূমিকা রাখবে।




