
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে ইউনিয়নের স্থানীয় এক স্থানে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু।
সভাপতিত্ব করেন বাঘিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন-অর-রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,“বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে, যাতে আগামী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামো কীভাবে চলবে তা নির্ধারণ করা হয়েছে। এই দফাগুলোর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, যুবদের কর্মসংস্থান, বেকার ভাতা ও পারিবারিক সুরক্ষা কার্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।”
তিনি আরও বলেন,আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছি। বেশিরভাগ রাজনৈতিক নেতা চান জাতীয় নির্বাচন আগে হোক। সরকার যদি সত্যিই জনগণের আশা পূরণ করতে চায়, তবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব,সহ-সভাপতি এডভোকেট রকিবুল ইসলাম,ও ৮ নম্বর বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার প্রমুখ।