
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়নের আনুহলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ। সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে এগিয়ে নিতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওনুর রহমান শাকিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ালিদ নাঈম, মো. রাজু মিয়া, নয়ন, এবং সদস্য সজীব সিদ্দিকীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে। তারা আসন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।




