
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধি লক্ষ্যে টাঙ্গাইল পৌরসভার ১০ নম্বর কাজিপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টায় কাজিপুরের মোমেন প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
প্রধান বক্তা ছিলেন শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, এবং উদ্বোধক ছিলেন শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ।
সভাপতিত্ব করেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল মালেক সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহজান মিয়া।
সভায় বক্তারা বলেন,“তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু বিএনপি নয়, সমগ্র জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। এই দফাগুলোর বাস্তবায়নই দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।