
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার লাইসেন্স বিহীন ৪ টি করাতকলে এ অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। এসময় থানার এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন- করাতকলের লাইসেন্স না থাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর অধীনে ৪ টি করাতকলের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।