
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বের শত্রুতার জেরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শরিফুল ইসলাম (৫৪) এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হাটিপাড়া ফোর স্টার ব্রিক্স অফিসে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। এসময় প্রকাশ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে তাকে মারধরের চেষ্টা চালানো হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
শরিফুল ইসলাম অভিযোগে আরও জানান, বিবাদীরা তাকে হুমকি দিয়েছে—২০ লাখ টাকা না দিলে তার স্ত্রীর নামে ক্রয়কৃত জমিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া অন্ধকারে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। এমনকি প্রকাশ্যে ঘোষণা করা হয়, যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে জবাই করে হত্যা করা হবে।
তার দাবি, এ ঘটনায় তিনি ও তার পরিবার যেকোনো সময় ক্ষতির শিকার হতে পারেন। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এই বিষয়ে ধামরাই থানার এস আই আব্দুর রহমান ঢালী বলেন, এবিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে, তা তদন্ত চলছে।