
ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ফেইসবুকে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন প্রবীণ বিএনপি নেতা মোশাররফ হোসেন। তিনি সম্প্রতি ভালুকা মডেল থানায় এ ডায়েরি করেন। জিডি নং ১৭৪০
ডায়েরিতে মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিএনপির এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন— “আমরা তাদের মতো করবো না”। কিন্তু ওই বক্তব্য বিকৃত করে কেটে আওয়ামী লীগ নেতার বক্তব্যের সঙ্গে মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এতে তিনি ও তার পরিবার সামাজিকভাবে মানহানির শিকার হয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে মাহবুব আলম দীর্ঘদিন ধরে তার প্রতি ক্ষিপ্ত। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নালিশ আসলেও প্রতিবাদ করায় একপর্যায়ে মোশাররফ হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বসেন তিনি। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুদ্দিন আহাম্মেদ বাচ্চুর নাম ভাঙিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এবং হুমকি দেন— টাকা না দিলে রাজনীতি করতে দেবেন না, বরং ফেইসবুকে অপপ্রচার চালাবেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তার নামে বিকৃত বক্তব্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন মোশাররফ।
তিনি আরও দাবি করেন, “মাত্র ৩২ বছর বয়সী মাহবুব আলম আওয়ামী লীগ পরিবারে জন্ম নিয়েছে। আওয়ামী লীগের শাসন ছাড়া সে কিছুই দেখেনি। অথচ আমি এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ৯০, ৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের সব নির্বাচনে বিএনপির হয়ে মাঠে কাজ করেছি। আমি ছাত্রদলের প্রতিষ্ঠাতা ইউনিয়ন সাধারণ সম্পাদক, পরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেছি। এখনও সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত আছি।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ঘরানার পরিবার থেকে উঠে আসা মাহবুব আলম হঠাৎ করেই বিএনপিতে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় নিয়েছে। বিশেষ করে ৫ তারিখের পর সে হঠাৎ বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন, যার উৎস রহস্যজনক বলে তিনি মন্তব্য করেন।
মোশাররফ হোসেন দলীয় নীতিনির্ধারকদের উদ্দেশ্যে বলেন, “আমি এ চাঁদাবাজ নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি।”




